কুয়েতে পাপুলের মামলার রায় ২৮ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৪:১৯
কুয়েত থেকে:
লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানবপাচার মামলার রায় আগামী ২৮ জানুয়ারি কুয়েতের একটি আদালতে ঘোষণা করা হবে। বর্তমানে পাপলু কুয়েতের একটি কারাগারে রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার শুনানি শেষে কুয়েতের অপরাধ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওসমান এ তারিখ ঘোষণা করেন।
প্রসঙ্গত, অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে এমপি পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।