শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য! ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

শেখ হাসিনার পতনের পর নতুন সরকার গঠনের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট এই প্রস্তাব দেওয়া হয়। তিনি জানান, পুরো আন্দোলনজুড়ে পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
নাহিদ ইসলামের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা পাকাপোক্ত করা। তিনি এসব অপরাধের সঙ্গে জড়িত সবার কঠোর শাস্তি দাবি করেন।
তিনি আরও জানান, সরকার ৬ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এজন্য তারা একদিন আগেই অর্থাৎ ৫ আগস্ট এই কর্মসূচি শুরু করেন। নাহিদ ইসলাম আশা করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধী যেন কঠোর শাস্তি পায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।