রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ: সাক্ষ্যগ্রহণ শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্যদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মো. রবিউল আলম সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন ৬ অক্টোবর।

সাক্ষীরা হলেন:

  • ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান

  • অপারেটর শেখ শমশের আলী

  • এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস

  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান

এ নিয়ে মামলায় মোট ১৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

গত ৩১ জুলাই আদালত চার্জগঠন করে বিচার শুরু করেন। চার্জগঠনের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি করা হয়েছে।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন:
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্যরা, পরিচালকরা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top