সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

আজ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য: শেখ হাসিনা ও কামালের মামলায় নতুন অগ্রগতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরেকজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (২৮ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে তিনি এ মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে

  • সকাল সাড়ে ১১টা থেকে আলমগীরের সাক্ষ্যগ্রহণ ও জব্দ করা ভিডিওর প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হতে পারে।

  • এর আগে ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আজকের দিন ধার্য করা হয়।

বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করেন। পরবর্তীতে পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং তা শোনানো হয়।

শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জবানবন্দিতে গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা দিয়েছেন। তারা শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার অগ্রগতি

  • ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয় এবং বিচার শুরু হয়।

  • মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে।

  • অভিযোগপত্রের আকার ৮,৭৪৭ পৃষ্ঠা।

  • মোট সাক্ষী ৮১ জন।

  • ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৫৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে শুরু হবে যুক্তিতর্ক। এরপর আদালত রায় ঘোষণার প্রক্রিয়ায় যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top