সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক একাউন্ট জব্দ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

আদালতের তথ্য অনুযায়ী, এসব একাউন্টে ছয়শত ৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং পাঁচশত ৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে একাউন্টগুলোর স্থিতি ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।

আদালতের যুক্তি অনুযায়ী, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অবৈধ লেনদেন করেছেন, যার মাধ্যমে ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) (২৬) ও (১৪) ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

আদালত নির্দেশ দিয়েছেন যে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা এই একাউন্টগুলো স্থায়ীভাবে ফ্রিজ করবেন, যাতে তদন্তের স্বার্থে অর্থ অন্যত্র হস্তান্তর না করা যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top