শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দুটি মামলার অভিযোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। গুমের প্রথম মামলায় ১৭ জন এবং দ্বিতীয় মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগগুলো আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের ভিত্তিতে এই শুনানি করা হয়।
গত বছর ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো এর আগে আদালতে জমা পড়েছিল। ট্রাইব্যুনাল আগামী ২২ অক্টোবর আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার দিন ধার্য করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।