মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

গুমের অভিযুক্তরা এখনো চাকরিতে বহাল: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫০

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলা। জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলছে যুক্তিতর্ক উপস্থাপন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্কে বিস্ফোরক অভিযোগ এনেছেন।

রোববার (১২ অক্টোবর) তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সব অপকর্মের নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিফ প্রসিকিউটরের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে ব্যাপক দমন-পীড়ন, গুম, ক্রসফায়ার এবং গণহত্যার সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়েছিল।

বিডিআর হত্যাকাণ্ডকে তিনি বিদেশি রাষ্ট্রের আধিপত্য বিস্তারের পথে বাধা দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং জুডিশিয়াল কিলিং-এর মাধ্যমে ফাঁসি দেওয়ার ঘটনাকেও ‘ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সবচেয়ে গুরুতর অভিযোগ: গুমের প্রকৃত সংখ্যা ছয় হাজারেরও বেশি, আর ফেরত না আসা ব্যক্তির সংখ্যা হাজারেরও বেশি। তিনি বলেন, গুমে অভিযুক্তরা এখনো চাকরিতে বহাল আছেন। ফলে ভিকটিমরা মামলা করতে সাহস পাচ্ছেন না।

বিচারক নিয়োগেও মেধা উপেক্ষা করে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। যুক্তিতর্ক উপস্থাপনের সরাসরি সম্প্রচার চলাকালীন হঠাৎ প্রসিকিউশনের ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ না হওয়ায় আজ, সোমবার আবারও দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top