বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ: আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৮

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। গুম-খুন এবং মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় ১৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সেনানিবাস থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আজ, বুধবার (২২ অক্টোবর), বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেনা কর্মকর্তাদের দীর্ঘ টিএফআই-জেআইসি সেলের অধীনে সংঘটিত গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এর আগে, গত ১১ অক্টোবর সেনা সদরের ব্রিফিং-এ জানানো হয়, চার্জশিটে নাম আসা ২৫ জন অভিযুক্তের মধ্যে এলপিআরের একজন এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনা সদরে উপস্থিত হয়েছিলেন।

একইসঙ্গে, ট্রাইব্যুনাল মামলার অন্যতম আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী ২০ নভেম্বর।

গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা এটিই প্রথম।

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top