বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জুলাই হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায়ের দিন ১৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:১৪

সংগৃহীত

জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের মামলার রায়ের দিন ধার্য হয়েছে ১৩ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই তারিখ ঘোষণা করেন।

এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে।

অন্যদিকে, বুধবার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি শেখ হাসিনা ও কামালের খালাস প্রত্যাশা করেন এবং প্রসিকিউশনের আনা ভিডিও প্রমাণগুলো এআই দিয়ে বানানো বলে দাবি করেন।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। আসামিপক্ষের আইনজীবী তাঁর রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে প্রসিকিউশন তার শাস্তি আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। এই মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top