সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

পূর্ব রামপুরায় শিশু বলৎকারের মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

সংগৃহীত

ঢাকার পূর্ব রামপুরা টিভি টাওয়ার রোড এলাকায় ছয় বছর আগে ঘটানো এক শিশুবলাৎকার মামলায় আসামি বাচ্চু মিয়া হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। উপস্থিত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ২১ এপ্রিল দুপুরে রামপুরার টিভি টাওয়ার রোডের একটি বাসার নিচতলার গ্যারেজে শিশুর মা কাজ করছিলেন। ভুক্তভোগী শিশুকে ডেকে নিয়ে আসামি তাকে একটি রুমে ধর্ষণ করে। পরে শিশুর মা ওই রুমে ঢুকে তার কন্যাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। ঘটনার দিনই ভুক্তভোগীর মা রামপুরা থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক তাসলিমা আক্তার। একই বছরের ১৬ নভেম্বর মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অভিযোগপত্রভুক্ত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য প্রদান করেন।

আসামি বাচ্চু মিয়া হাওলাদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার বড় বাহিরদিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top