নিহত আবুল কালাম আজাদ পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৯
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মেট্রো রেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ পাঠান আইনজীবী এনামুল নবীন।
আইনি নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশন সংলগ্ন এমআরটি লাইন-৬ এর পিয়ার নং–৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান এবং পড়াশোনা করা ছোট ভাই রয়েছেন।
নোটিশে আরও বলা হয়, মেট্রো রেল ব্যবস্থাপনার চরম গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ত্রুটিযুক্ত অবস্থা পর্যবেক্ষণ বা নিরীক্ষা ছাড়াই স্থাপনাসমূহ পরিচালনা করায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
এদিকে, নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা সরকারি সহায়তা ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণাকে ‘অবমাননাকর’ উল্লেখ করে নোটিশে বলা হয়—এ ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয়; কর্তৃপক্ষের অবহেলার ফল। তাই বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় ১০ কোটি টাকা এবং স্থায়ী চাকরি দিতে হবে।
৩০ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
আইনজীবী এনামুল নবীন বলেন, ‘আমি মনে করি, আবুল কালামের পরিবারকে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। এ জন্যই আইনি নোটিশ পাঠানো হয়েছে।’
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।