আবারও পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ২৩:১৪
বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আবারো তলব করেছেন হাইকোর্ট। তাঁর সঙ্গে আরো ১২৮ জনকে তলব করা হয়েছে।
আগামী ২৪ মে ও ২৫ সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন। হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও আজ বুধবার (০৭ এপ্রিল) এ আদেশের কপি পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এতথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাঁদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।
এনএফ/আরএইচ/২০২১
বিষয়: পি কে হালদার ১২৯ জন হাইকোর্টে তলব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।