আরমানিটোলায় অগ্নিকাণ্ডে বাড়ির মালিকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২৩:৩৫
পুরান ঢাকার আরমানিটোলার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ৭৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় এই মামলা করে বলে ওসি শাহিন ফকির জানিয়েছেন।
তিনি বলেন, “যে বাড়িতে আগুন লেগেছে তার মালিক, ক্যামিকেল গোডাউনের মালিকসহ ৭৮ জনকে মামলার আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গোডাউনের কর্মচারীরাও রয়েছে।”
মামলায় অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ রাখা, অবহেলাজনিত কারণে মৃত্যু, নিরাপত্তাহীনতার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
“আমরা চেষ্টা করছি আসাসিদের গ্রেপ্তারের জন্য,” বলেন ওসি শাহিন।
শুক্রবার ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসন নামের একটি ছয়তলা ভবনের নীচতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুন লাগে। এই ঘটনায় চারজন নিহত হয়েছেন।
এছাড়া ২০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক চিকিৎসকরা জানিয়েছেন।
এনএফ/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।