ভার্চুয়াল আদালতে ১১ দিনে ২০ হাজার আসামির জামিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১৯:২৪
মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের ভার্চুয়াল আদালতগুলোতে ১১ কার্যদিবসে ৩৬ হাজার ২৪০টি মামলায় শুনানি শেষে ২০ হাজার ৩৯ জন আসামি জামিন পেয়েছেন। তারা সবাই কারামুক্ত হয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।
এদিকে গতকাল ২৭ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭২৮টি জামিনের আবেদন নিষ্পত্তি হয়। ১ হাজার ৩৯৫ জন আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। আর শিশু আদালতে ১১ কার্যদিবসে জামিন হয়েছে ২৪৬ শিশুর।
করোনা পরিস্থিতি মোকাবেলা গত ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আদালত বসানোর সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি কোর্ট ও হাইকোর্ট বিভাগের ৬টি বেঞ্চ ভার্চুয়ালি মামলার শুনানি করছে। সারাদেশের মহানগর জেলা পর্যায়ের আদালতগুলোতে সার্বক্ষণিক একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।