শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দেশে ফেরামাত্র গ্রেপ্তার হবেন পি কে হালদার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ২৩:০৪

নিজস্ব প্রতিবেদকঃ

৩০০ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ অর্জনে দুদকের মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশে ফেরামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামী ২৫ অক্টোবর সকাল ৮টা ১০ মিনিটে পি কে হালদারের দেশে ফেরার কথা রয়েছে। আদালত তাকে বিমান থেকে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে গ্রেপ্তার করে উপযুক্ত আদালতে সোপর্দ করতে নির্দেশ দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার নিশ্চিতে পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান ও দুর্নীতি দমন কমিশনের প্রতি এই নির্দেশ দিয়েছে।

জানা গেছে, পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে প্রায় আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নেন। এ কারণে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না।

বিষয়টির জানাজানি হলে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান পি কে হালদার।

এদিকে, পি কে হালদারের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পাশাপাশি আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। প্রতিষ্ঠানগুলো একপ্রকার দেউলিয়া হয়ে পড়ে।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top