শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০০:৫৫

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮ জন

মহামারি করোনার প্রকোপের মধ্যে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপও। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৯ জন। যাদের মাত্র একজন ঢাকার বাইরে। বাকি ১৭৮ জনই ঢাকায়।

সরকারি তথ্যমতে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ফিরেছেন ৪৯৪ জন।

এ বছর এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে ডেঙ্গুতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top