শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মহানবী (স.) কে কটুক্তি: ইসলামী আন্দোলনের দূতাবাস ঘেরাও কর্মসূচি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদকঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্বে। এর ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার মধ্যদিয়ে শেষ করতে হয়েছে।

মঙ্গলবার (২৭ তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিশাল একটি মিছিল গুলশানে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়।

মিছিলটি শান্তিনগর এলাকায় পৌঁছলে পুলিশি বাধার মুখে পরে। রাস্তার দুই পাশ দিয়ে বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের সামনে যেতে বাধা প্রদান করে।

সেখানে ইসলামী আন্দোলনের নেতাদের সাথে পুলিশের একটি আলোচনার এক পর্যায়ে কর্মসূচি সেখানে সমাপ্ত করার ঘোষণা দেন। এসময় হাজার হাজার নেতাকর্মীকে ইসলামের পক্ষে নানা রকম স্লোগান দিতে শোনা যায়।

 

এনইউ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top