শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ২৩:৫৭

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে আবারো বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গুজ্বর এ বছর ভর্তি হয়েছে ৫৮৫ জন। এদের মধ্যে ৫৫৬ জন ছাড়পত্র নিয়েছেন।

গত মাসে মাত্র ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও চলতি মাসে তা বেড়ে দাড়িয়েছে ১২১ জনে। চলতি মাসে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন।  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, চলতি বছর ডেঙ্গু ও ডেঙ্গুজ্বর সন্দেহে হাসপাতালগুলো থেকে চারজন রোগী মৃত্যুর তথ্য সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এদের মধ্যে দু’জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে ডেঙ্গুজনিত কারণে একটি মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে আইইডিসিআর ।

গত ২৪ ঘণ্টায় রাজধানী এবং আশপাশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম।

এদিকে, এডিস মশা নির্মূলে সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, মশার আবাস এবং প্রজননক্ষেত্র ধ্বংস করতে পারলেই এডিস মশা নির্মূল করা সম্ভব হবে।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top