দেশে করোনায় মৃত্যু নামলো দু'শোর নিচে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ০২:৪৭

দেশে করোনায় মৃত্যু নামলো দু'শোর নিচে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৯৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হইয়েছে, একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত মোট রোগী ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ৭৫১টি নমুনা সংগ্রহ ও ৪০ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে মৃত ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৮ জন, চট্টগ্রামের ৫৩ জন, রাজশাহীর ৮ জন, খুলনার ১৮ জন, বরিশালের ১১ জন, সিলেটের ৮ জন, রংপুরের ৯ জন এবং ময়মনসিংহের ১২ জনের মৃত্যু হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top