দেশে করোনা পরিস্থিতি
করোনায় দেশে ১২০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০২:২৩

করোনায় দেশে ১২০ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ।
করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএফ৭১/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।