সারাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ১৯:৫০

সারাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ

সারাদেশে নির্মাণ ও কাঠশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। পার্থক্য রাখা হয়েছে শহর ও গ্রামাঞ্চলের শ্রমিকের মজুরির। আগস্টের তৃতীয় সপ্তাহে নির্মাণ ও কাঠশিল্প শ্রমিকদের মজুরি চূড়ান্ত করে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহরে একজন রাজমিস্ত্রির দৈনিক মজুরি ৯৪০ টাকা এবং গ্রামাঞ্চলে মজুরি ৮৭০ টাকা। শহরে টাইলস বা মোজাইকমিস্ত্রির দৈনিক মজুরি ১,১০৫ টাকা ও গ্রামে ১,০২০ টাকা। আর সাধারণ শ্রমিক বা জোগালির দৈনিক মজুরি শহরাঞ্চলে ৬৮০ টাকা এবং গ্রামে ৬২০ টাকা।

নির্মাণ ও কাঠশিল্পের নতুন মজুরিকাঠামোতে ছয়টি গ্রেড রয়েছে। তবে সব গ্রেডেই বাড়িভাড়া শহরাঞ্চলে মূল মজুরির ৪০ শতাংশ ও গ্রামাঞ্চলে ৩০ শতাংশ। চিকিৎসা ভাতা শহরাঞ্চলে ৮০০ টাকা ও যাতায়াত ভাতা ৪০০ টাকা। গ্রামাঞ্চলে চিকিৎসা ও যাতায়াত ভাতা যথাক্রমে ৬০০ ও ৩০০ টাকা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, একজন শ্রমিকের শিক্ষানবিশকাল হবে তিন মাস। তবে নিয়োগদাতা প্রয়োজনে সেটি আরও তিন মাস বাড়াতে পারবেন। শিক্ষানবিশকালে মজুরি হবে মাসিক ১০ হাজার টাকা। দৈনিকন হিসাবে তা দাঁড়াবে ৫০০ টাকায়। এ ছাড়া নতুন মজুরিকাঠামো সমন্বয় করার পর একজন শ্রমিক এক বছর কাজ করলে পরবর্তী বছর তাঁর মূল মজুরি ৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং পরের বছরও একই হারে বাড়বে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top