মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩১

ছবি: সংগৃহীত

কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না

সরকার কঠোর হয়ে ছাত্রদের দমন করকে চায় না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাশকে : উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

চিন্ময়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

ফ্যাসিস্ট সরকারের লুটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে

বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন গুজব ছাড়াতে ব্যাপকভাবে ব্যবহার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র প্রতিদিনই আছে। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে। মঙ্গলবার (২৬শে নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তাল পাকিস্তানে পুলিশের ২২ গাড়িতে আগুন, নিহত ৫, গ্রেপ্তার ৪০০০

কারাগারে থেকে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এ আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারও নেতাকর্মী। গণহারে গ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি এ স্রোত। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এ আর রহমান আমার বাবার মতো: মোহিনী

ভারতের অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও সায়রা তাদের দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন। এদিকে এ আর রহমান ডিভোর্স ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই তার সহশিল্পী গিটার বাদক মোহিনী দে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। এই দুই ঘটনাকে একসঙ্গে টেনে নেটদুনিয়ায় গুঞ্জন ছড়ায় পরকীয়ার কারণে উভয়ের ডিভোর্স হয়। এই গুঞ্জন নিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মোহিনী স্পষ্ট জানালেন, রহমান তার কাছে বাবার মতো।

বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে কাল

কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ক্রিকেট খেলা। আরব আমিরাতে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ব্যর্থতা এই সিরিজে ঘোচাতে চায় বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই বাংলাদেশ নারী দল ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সেরে নিতে চায়। প্রথম খেলায় ভালো শুরুর লক্ষ্য স্বাগতিকদের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১০টায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top