মোহিনীর মোহে সংসার ভাঙলেন এ আর রহমান?

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৮:৩০

ছবি: সংগৃহীত

মোহিনীর মোহে সংসার ভাঙলেন এ আর রহমান?

ভারতের অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও সায়রা তাদের দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন গতকাল। এখবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী মার্ক এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এ আর রহমান ও মোহিনীর বিচ্ছেদের খবরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প

শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচন হতে পারে ২০২৬ সালের মাঝামাঝিতে : এম সাখাওয়াত

২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অর্ন্তর্বতী সরকারের নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ১৯ নভেম্বর লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

নতুন নির্বাচন কমিশন গঠিত, সিইসি নাসির উদ্দীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনার পদে বিকল্প প্রস্তাব রেখে মোট ১০ জনের নামের তালিকা দিয়েছিলো সার্চ কমিটি। সে তালিকা থেকেই গঠিত হয়েছে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার।

সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা আমাদের দায়িত্ব

অনর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। মুহাম্মদ ইউনূস বলেন, কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান জেড আই খান পান্না

সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পান্না বলেন, প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে।

রাজধানীর বিভিন্ন জায়গায় অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। ফলে ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে অটোরিকশা চালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা, বসিলা, গাবতলী এলাকায় সড়ক বন্ধ করে অবস্থান নেন। যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু শুক্রবার

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শুক্রবার বসুন্ধরা ও মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হবে। এরপর আগামী ২৯শে নভেম্বের প্রিমিয়ার লিগ ও তেসরা ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল, খেলা হবে দেশের তিনটি ভেন্যুতে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top