র্যামন ম্যাগসেস পুরস্কার পেলেন বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৮
বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী পেলেন এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার। মঙ্গলবার (৩১ আগস্ট) ফিলিপাইন থেকে র্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
র্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানিয়ে বলা হয়, 'লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে তার নিবেদিত ভূমিকার জন্য' এই পুরস্কার দেওয়া হলো।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ড. ফেরদৌসী কাদরী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।