ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে মালায়েশিয়া প্রবাসীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৫:৪৮

নিজস্ব প্রতিবেদক:

ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার(২ নভেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনের বিক্ষোভ করে তারা।

জানা গেছে, ছুটিতে এসে মালায়েশিয়া কর্মরত অনেক বাংলাদেশি করোনা মহামারির কারণে আটকে পড়েছেন বাংলাদেশে। তাই মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে এ কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভ করা এক প্রবাসী বলেন, দেশে আটকে পড়ায় অনেক ঋন হয়ে গেছে। অনেক কষ্টে জীবন কাটছে। মার্চ মাসে দেশে এসেছি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। না ফিরতে পারলে না খেয়ে দিন কাটাতে হবে।

তারা সরকারের কাছে দাবি করেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ভিসার মেয়াদ বৃদ্ধি করা ও সহজ এবং স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি। চার্টার্ড ফ্লাইট এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার পথ উন্মুক্ত করা। কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে।সব দেশে জেলে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে হবে। ছুটিতে আটকাপড়া সব প্রবাসীকে নগদ অর্থ ও সহায়তা এবং প্রাণোদনা দিতে হবে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top