ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার গরমিল

ইউনিয়ন ব্যাংকের তিন কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮

 ব্যাংকের ভল্টে  ১৯ কোটি টাকার গরমিল, ইউনিয়ন ব্যাংকের তিন কর্মকর্তা প্রত্যাহার

ইউনিয়ন ব্যাংকের ভল্টের ১৯ কোটি টাকার হিসাব না মেলার ঘটনায় ব্যাংকটির গুলশান শাখার সংশ্লিষ্ট ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এ কথা জানান। তিনি বলেন, ব্যাংকিং লেনদেন সময়ের পর এক ভিআইপি গ্রাহককে দেওয়া হয়েছিল ওই টাকা। ব্যাংকিং নিয়ম–নীতি লঙ্ঘন হলেও এমন ঘটনা নতুন নয়। গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে এমন লেনদেন হয়ে থাকে।

নিয়ম অনুযায়ী, ভল্টের টাকার গরমিল থাকলে তা জানাতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যাংকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি। তবে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top