যোগ্য মনে না হলে আমাকে ভোট দেবেন না: মেঘমল্লার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
আজ সকাল ১১টার দিকে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু হুইলচেয়ারে ভোটকেন্দ্রে উপস্থিত হন। তিনি বলেন, সবজায় উৎসবমুখর পরিবেশ। পরিস্থিতি শান্তিপূর্ণ।
মেঘমল্লার বসু আগেই ভোটারদের উদ্দেশে লিখেছেন, যদি যোগ্য মনে না করেন, ভোট দেবেন না। তবে ভোট দিলে কেউ আমাকে ভোটবঞ্চিত করলে তা গাদ্দারি হবে।
এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, তার একজন পোলিং এজেন্টকে কেন্দ্র পরিবর্তন করে পাঠানো হয়েছে। তিনি ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
নির্বাচনের জন্য ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় নিয়োজিত। ভোটাররা সকাল থেকেই উৎসাহ উদ্দীপনায় কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।