বিজয়া দশমী আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৭:৫৭
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার (১৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সকালে দেবী দূর্গাকে দর্পণ-বিসর্জন এবং পরে, বিকেল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। এর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এবারের প্রধান ধর্মীয় উৎসব।
করোনার সংক্রমণের কারণে এবছরও বিজয়ার শোভাযাত্রা হবে না। এছাড়া, শুক্রবার জুমার নামাজ থাকায় নামাজের সময় দুপুরে বিসর্জন অনুষ্ঠান করা হবে না। তাই বিকাল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) প্রতিটি মণ্ডপ ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টায়, ধূপ আরতি ও দেবী-দুর্গার পূজা-অর্চনায় কেবলই ছিল মায়ের বিদায়ের সুর। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপে সারাবিশ্বের কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এর আগে রবিবার (১০ অক্টোবর) সারাদেশের পূজামণ্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। এবার সারাদেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।