শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৭

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের গণঅবস্থান

দেশে নোয়াখালী, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে দুর্গাপূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর ‘সাম্প্রদায়িক হামলার’ প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। দুপুরে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

গণঅবস্থানের এ কর্মসূচিতে সকাল ৭টায় সংহতি প্রকাশ করে উপস্থিত হন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা হাসানুল হক ইনু। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হামলা পরিকল্পিত ছিল।

গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিন্দ চন্দ্র ভৌমিক।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top