আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো সাদাত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক:
‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় কাজ করে আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরের এক অনুষ্ঠানে সাদাত রহমানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সাদাতের হাতে এ পুরষ্কার তুলে দেন, শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। পুরস্কারের সঙ্গে এক লাখ ইউরো পাচ্ছে সাদাত।
নড়াইলের ছেলে সাদাত মাত্র ১৭ বছর বয়সে, সাইবার বুলিং বন্ধে সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি ‘সাইবার টিনস’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করে। যার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীরা উপকৃত হচ্ছে।
কিডস রাইটসের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে, ৪২টি দেশের ১৪২জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয়েছেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান।
কিডস রাইটস জানায়, এ পুরস্কারের মধ্য দিয়ে তিনি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেন, যা তাকে বিশ্বের কোটি মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাদাতের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।