প্রবাসীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৮:৫৩

নিজস্ব প্রতিবেদক:

বিদেশ থেকে আসা সকল যাত্রীর করোনা নেগিটিভ সনদ বাধ্যতামূলক করেছেন সরকার। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে তিনি আরও জানান যে, বিমানবন্দরে শিগগিরই বসতে যাচ্ছে আরো চারটি নতুন থার্মাল স্ক্যানার।

এদিকে বিমান বন্দর পরিচালক জানান, শুধুমাত্র প্রজ্ঞাপনই না, যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে বাড়াতে হবে নার্স-চিকিৎসক।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top