দক্ষ জনশক্তি গড়তে কারিগরি প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার: মন্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে সরকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যুগোপযোগী ও বিশেষ চাহিদা সম্পন্ন নতুন নতুন ট্রেড চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গত রোববার (৬সেপ্টেম্বর) অনলাইনে মেহেরপুরে উপজেলা পর্যায়ে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ইতোমধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি বিশেষায়িত বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে।
এছাড়া, যেসব জেলা থেকে এখন কম সংখ্যক কর্মী বিদেশে যায়, সেসব জেলা থেকে সরকার বেশি সংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
দেশকে ভালবাসে বলেই প্রবাসী কর্মীরা দেশে বিপুল অংকের রেমিটেন্স পাঠান মন্তব্য করে মন্ত্রী বলেন, “যথাযথ প্রশিক্ষণ দিয়ে অধিক সংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্সের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে।”
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সেমিনারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এ বিষয়ে কথা বলেন।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।