সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৪:২৫

সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (২০ মার্চ) বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (২০ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীসহ হাজারো মানুষ।

শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top