বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে ভারত : মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৫:৪৪
বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুহার, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা- সবকিছুতে আমরা ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের কথা কী বলবো, পাকিস্তান আরও পেছনে। ভারত আমাদের সাহায্য করেছে, সে জন্য তাদের সম্মান জানাই। কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘প্রজন্ম ৭০ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা ও সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, অনেকে বলে আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে আমরা ভারত হবো কি ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে। গড় আয়ুতে আমরা এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর সেখানে ভারতের ৬৫।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।