ফেব্রুয়ারির মধ্যেই দেশে করোনার টিকা আসবে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৬:৪০
নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় এসব কথা জানান স্বাস্থ্য সচিব।
স্বাস্থ্য সচিব বলেন, অগ্রভাগের যোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরাও করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব চিকিৎসক মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।
এ করোনা মহামারি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্য সচিব। এদিকে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় স্বাস্থ্য সচিব আশা প্রকাশ করেন, আগামী ৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূল হবে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।