বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নে আগ্রহী যুক্তরাষ্ট্র

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ০০:৩৫

বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই পরিপ্রেক্ষিতে দুটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি— জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) এবং আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) নিয়ে গঠনমূলক আলোচনা করছে ঢাকা-ওয়াশিংটন।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা ও ওয়াশিংটনের অষ্টম নিরাপত্তা সংলাপে সশস্ত্র বাহিনী আধুনিকায়নে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানায়।

দেশটির স্টেট ডিপার্টমেন্টে ওয়াশিংটনের সময় সকাল ৯টায় বৈঠকটি শুরু হয়। দিনব্যাপী সংলাপটি চারটি সেশনের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্বে দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দেন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top