রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অনুমতি ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ১২:২১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীতে অনুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেউ অনুমতি ছাড়া কোন সভা-সমাবেশের আয়োজন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুমতি না নিয়েই যখন তখন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দিচ্ছে। এতে করে জনসাধারণরা ভোগান্তিতে পড়ছে, রাস্তায় সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতা।

বিদ্যমান আইনে বৈধ কোন দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতা আছে। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনসাধারণের সুবিধা অক্ষুণ্ন রাখা, শান্তিশৃঙ্খলা রক্ষা করা এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে এ ধরনের কর্মসূচি পালন এবং শব্দযন্ত্র ব্যবহারের জন্য ডিএমপি’র অধ্যাদেশ অনুসারে পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে।

এ অবস্থায় অনুমতি ছাড়া সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি নেয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছে ডিএমপি। সেই সাথে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছে ডিএমপি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top