মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢাকায় আসছেন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন বিশেষ দূত

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ০০:৪০

ঢাকায় আসছেন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন বিশেষ দূত

ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ (বিশেষ দূত) রাশাদ হুসাইন রবিবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন। চার দিনের এ সফরে তিনি সরকার, নাগরিক সমাজসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে ধর্মীয় স্বাধীনতা বিশেষ গুরুত্ব পাবে।

ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন বিশেষ দূত তাঁর এই সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করবেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর ওপর নিপীড়নকে যুক্তরাষ্ট্র গত মাসে ‘জেনোসাইড’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করেছে।

উল্লেখ্য, রাশাদ হুসাইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা নীতি বিষয়ের উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top