সৌদিতে ঈদুল আজহা ৯ জুলাই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২২, ০০:২২
-2022-06-30-14-22-25.jpeg) 
                                        জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। সে অনুযায়ী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।
এর আগে চাঁদ দেখা যায়নি বলে ১০ জুলাই ঈদ উদযাপন করার ঘোষণা দেয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নম্বরগুলো হচ্ছে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
বিষয়: সৌদি যুবরাজ

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।