১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়র আতিকের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ২১:১৬
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ হচ্ছে। কোরবানির বর্জ্য সরাতে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানস্থ নগরভবনে এক সভায় এসব কথা বলেন মেয়র।
তিনি বলেন, আমাদের পর্যাপ্ত লোকবল রয়েছে। বর্জ্য অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু ওয়ার্ডে নির্ধারণ করা আছে কোরবানির জায়গা।
সবার সহযোগিতা পেলে যথাসময় বর্জ্য অপসারণ সম্ভব বলে উল্লেখ করেন মেয়র। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়া কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র।
তিনি বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
ছয়টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা খুব খুশি।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও ছিলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া প্রমুখ।
বিষয়: আতিক কোরবানির বর্জ্য
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।