শেষ মুহূর্তেও গাবতলীর হাট জমজমাট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৮:০০
শেষ মুহূর্তেও জমজমাট রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট। একের পর এক পশু কিনে হাট থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রেতারা। ছোট ও মাঝারি গরুর দাম কিছুটা বেশি হলেও বড় গরু অনেকটাই কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যাপারীরা বলছেন, বড় গরু কেনার ক্রেতা কম। দামও বলছেন অনেক কম। তাই অনেকটা লোকসানেই বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, ছোট গরু কিছুটা বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের।
শনিবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।
নওগাঁ থেকে দুটি গরু নিয়ে আসা এক খামারি বলেন, ১১ লাখ টাকা দিয়ে দুটি গরু কিনেছি। এখন দাম বলছে একটা আড়াই লাখ, আরেকটা তিন লাখ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গাবতলীর হাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।