ফরেন অফিস কনসালটেশন সই করছে বাংলাদেশ-আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০১:০৩
ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই করতে যাচ্ছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১২ জুলাই) এফওসি বিষয়ে এমওইউ সই করবে বাংলাদেশ ও আর্জেন্টিনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এমওইউটি সই হবে।
জানা গেছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের উপস্থিতিতে ঢাকার পক্ষে এমওইউ সই করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। অন্যদিকে ঢাকা সরফরত আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ক্যালুডিও জাভিয়ের রোজেনকওয়েগ এমওইউতে সই করবেন।
বিষয়: ফরেন অফিস কনসালটেশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।