রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আল্লামা কাসেমীর জানাজায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩৫

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব বরেণ্য আলেম আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুম আল্লামা কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। তার জানাজায় অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও রাজনীতিবিদরা।

জানাজা উপলক্ষে বায়তুল মোকাররম এলাকায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় যেন কোন রকম বিশৃঙ্খলা না হয়। জানাজার আগে বায়তুল মোকাররমের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়। ভোরেই লোকে লোকারণ্য হয়ে উঠে বায়তুল মোকাররম এলাকা।

জানাজায় অংশ নিতে হেফাজতকর্মীরা দূরদূরান্ত থেকে ঢাকায় এসেছেন। ফজরের নামাজে অংশ নিয়েছেন বিপুলসংখ্যক মুসল্লি। হেফাজত নেতাকর্মীদের দাবি, স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা এটি।

আজ আশুলিয়া বেড়িবাঁধসংলগ্ন ধউর গ্রামে অবস্থিত সুবহানিয়া মাদ্রাসায় তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা নূর হোসাইন কাসেমী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আল্লামা কাসেমী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top