সনদ বিহীন যাত্রীবহনের জন্য সৌদি এয়ারলাইন্সকে জরিমানা
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ২৩:৪৯
নিজস্ব প্রতিবেদক:
করোনার নেগেটিভ সনদ ছাড়া গত দুই দিনে তিনটি ফ্লাইটে ৫১৬ জন যাত্রী নিয়ে আসার অভিযোগে সৌদি এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ জরিমানা করে।
জানা যায়, এর আগে ১১ ডিসেম্বর করোনা নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রী আনায় মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পড়ে, সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে এমন নির্দেশনা দিয়ে ১৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, কোন এয়ারলাইন্স বারবার এমন ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ২ সপ্তাহ পর্যন্ত ফ্লাইট বাতিলের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।