ফ্ল্যাট পেলেন দক্ষিণ সিটির ১৭০ পরিচ্ছন্নতাকর্মী

রায়হান রাজীব | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২

চাবি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র তাপস

রাজধানীর সায়দাবাদ আউটফল স্টাফ কোয়াটারে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নবনির্মিত তিনটি ভবনের ১৭০টি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৪৭২ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটে দুটি শয়ন কক্ষ, একটি টয়লেট, একটি রান্নাঘর ও একটি বারান্দা রয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসি নগরভবনে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে এ চাবি হস্তান্তর করেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, এই বাসা বরাদ্দ ডিএসসিসির আওতায় হলেও তা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। কারণ এই বাসা বরাদ্দের যে মূল নীতিমালা বা আইন সেটি নিয়মিত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। কিন্তু জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন, আমাদের এই বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী হরিজন, মুসলিম, তেলেগু, মানামি সম্প্রদায়ের, যারা নিম্ন আয়ের এবং যাদের কোনো মাথাগোঁজার ঠাঁই নাই, তিনি সিটি করপোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।

পর্যায়ক্রমে আবাসন সমস্যার সমাধান করা হবে জানিয়ে শেখ তাপস বলেন, আরো কিছু বাসার নির্মাণ কার্যক্রম চলমান আছে। চলমান ভবনগুলোর নির্মাণ শেষ হলে পর্যায়ক্রমে সেগুলোর চাবি বরাদ্দ দিব। কোথাও অন্যায্য কিছু গোচরীভূত হলে তা আমাদেরকে জানাবেন। আমরা কোনো অন্যায় বরদাশত করব না।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top