প্রধানমন্ত্রী ফিরে আসুক তারপর মন্তব্য
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : মির্জা ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকবার ভারত সফরে গিয়ে শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আমাদের অভিজ্ঞতা তিক্ত, প্রতিবার আমরা আশা করি তিনি (প্রধানমন্ত্রী) কিছু নিয়ে আসবেন, পরে দেখি তিনি সবকিছু দিয়ে এসেছেন। তাই, আগে থেকে কোনো মন্তব্য করব না, তিনি আগে ফিরে আসুক তারপর মন্তব্য করব।
মির্জা ফখরুল বলেন, ৭৫ সালে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তার আগে ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। যারা (আওয়ামী লীগ) সমাজতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাস করত না; তারা বললেন আমরা সমাজতন্ত্র অর্থনীতি প্রতিষ্ঠা করব। তারপর সমাজতান্ত্রিক অর্থনীতির কোনো কাঠামোই তৈরি হলো না। যেটা তৈরি হলো সেটা হলো- লুটপাটের অর্থনীতি। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ছিল সম্পূর্ণ লুটপাটের অর্থনীতি।
বিএনপি মহাসচিব আরও বলেন, এখনও একই অবস্থা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে। রাস্তা নির্মাণ হচ্ছে, সেতু নির্মাণ হচ্ছে; যে সেতুটা এক বছরে নির্মাণ করা সম্ভব সেটা করছে ১০ বছরে, ১৫ বছরে। ঢাকা থেকে টঙ্গীর যে রাস্তা সেটা আজ ১০ বছর যাবত হচ্ছে ।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা আবারও ইভিএমের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।
তিনি বলেন, আজকে দেশের অর্থনীতিকে লুটপাট করে তারা দেউলিয়া করে ফেলেছে। সাইফুর রহমান বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মাঠে নামতেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।