নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬
সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সেখানে নফল নামাজ আদায়, সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, দেশ, জাতি তথা সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ আদায় ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী নিজামউদ্দিন আউলিয়ার মাজার ঘুরে দেখেন বলেও জানান তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়: নিজামউদ্দিন আউলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।