সম্প্রসারিত হচ্ছে বিবিয়ানা গ্যাসক্ষেত্র, কাজ পাচ্ছে শেভরন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ২১:২১

সম্প্রসারিত হচ্ছে বিবিয়ানা গ্যাসক্ষেত্র, কাজ পাচ্ছে শেভরন

দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। স্থানীয় গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জে খনি এলাকায় বর্তমান চুক্তিবদ্ধ এলাকার বাইরে পার্শ্ববর্তী আরো ৬০ বর্গকিলোমিটার এলাকা বরাদ্দ দেওয়া হবে বর্তমান ইজারাদার বহুজাতিক কোম্পানি শেভরনকে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলা সূত্র জানায়, বাংলাদেশে ২৫ বছর ধরে কাজ করছে শেভরন। সবচেয়ে বেশি গ্যাস সরবরাহকারী কোম্পানিও এটি। পেট্রোবাংলার সঙ্গে শেভরনের দীর্ঘ আলোচনার পর শেভরনকে বিবিয়ানা সম্প্রসারণের দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। জ্বালানি বিভাগও এটি অনুমোদন করেছে। এখন অর্থ বিভাগের অনুমোদন পাওয়ার পর চুক্তি স্বাক্ষরিত হবে। আগামী বছরের প্রথম ভাগে নতুন এলাকায় কূপ খনন শুরু হবে।

এ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, বিবিয়ানায় চুক্তিবদ্ধ এলাকার বাইরে আরও ৬০ বর্গকিলোমিটার এলাকা শেভরনকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি সেপ্টেম্বরেই এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top