ইইউ-যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: কাদের
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০২:৩৯
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা আসলে তাদের পরাজয় যাত্রা। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীতে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' শোভাযাত্রার আগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল আজ কী বলেছেন? তাদের পদযাত্রা নাকি গণযাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা, এটি তাদের পতনযাত্রা।'
'ইউরোপীয় ইউনিয়ন কি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগ দিয়েছে? বিএনপি কী পেয়েছে? তারা পেয়েছে হাঁসের ডিম আর ঘোড়ার ডিম, বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রও এসেছে। তারা (বিএনপি) মনে করেছে আমেরিকা রা তত্ত্বাবধায়ক দেবে, সংলাপ করতে হবে এ কথা বলবে। শেখ হাসিনার পদত্যাগের কথা বলবে।
তত্ত্বাবধায়ক হবে না। সংসদের বিলুপ্তি হবে না। অন্যান্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে,' যোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যতই তারা বিষোদগার আর মিথ্যাচার করা হোক না কেন, কোনো লাভ হবে না। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই। তত্ত্বাবধায়ক হবে না।
বিএনপির দফা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, দফা আসলে কী? কখনো বলে এক দফা, কখনো ৩৭ দফা। তাদের নিজেদের ঠিক নেই, তারা সরকারের মেরামত চায়। মেরামত আপনাদের করতে হবে না, মেরামতের নামে আপনারা কী করছেন, খাম্বা দিয়েছেন।
ওবায়দুল কাদের আশ্বাস দিয়ে বলেন, শেখ হাসিনা কাজ করছেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে। বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কি দেখিয়ে ভোট চাইবেন, আপনাদের অন্তর্জালা এক দিনে ১০০ সেতু, মেট্রোরেল, পদ্মা সেতু। আরও অনেক মেগা প্রকল্প সামনে উদ্বোধন হবে। ফখরুল বলেন আওয়ামী লীগ ৩০টা আসন পাবে, আগে বলেছে ১০টা আসন পাবে। কয়েকটা আসন তিনি বাড়িয়েছেন।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, বিএনপি গায়ে পড়ে ঝগড়া করবে। ভরা কলসি নড়ে না, নড়ে খালি কলসি। বিএনপির খালি কলসি, তাই নড়ে বেশি। আমাদের অর্জনের কলসি, তাই নড়ে না। লাঠিসোঁটার দরকার নাই, পাল্টাপাল্টির দরকার নাই। নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আমার কথা না, আমাদের নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।