রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

‘দ্য ব্লাফ’-এ ভয়ংকর জলদস্যু রাণী প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৭:৪১

সংগৃহীত

মিষ্টি হাসি ও গ্ল্যামারের পরিচিত ছক ভেঙে নতুন বছরে একেবারে ভিন্ন রূপে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া। আসন্ন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ তাকে দেখা যাবে রহস্যে মোড়া, কঠোর ও ভয়ংকর এক চরিত্রে। পর্দায় ঝড় তুলতে চলেছেন তিনি জলদস্যু রাণী ব্লাডি মেরি হিসেবে।

গল্প অনুযায়ী, অতীতের নিষ্ঠুরতা পেছনে ফেলে নির্জন এক দ্বীপে শান্ত জীবন বেছে নিয়েছিলেন ব্লাডি মেরি। কিন্তু ভাগ্য আবারও তাকে টেনে আনে রক্তাক্ত সংঘর্ষের পথে। পুরোনো প্রেম, পুরোনো শত্রু আর প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে তার জীবন, শুরু হয় নতুন লড়াই।

সম্প্রতি প্রাইম ভিডিও ও প্রিয়াঙ্কা চোপড়া যৌথভাবে প্রকাশ করেছে সিনেমাটির প্রথম লুক। ইনস্টাগ্রামে প্রথম লুক শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, “মা, রক্ষাকর্তা, জলদস্যু।” এই একটি লাইনেই যেন ধরা পড়েছে তার চরিত্রের গভীরতা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্গম সমুদ্রতীরবর্তী পটভূমিতে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছেন কার্ল আরবানের দিকে। হাতে অস্ত্র উঁচু, চোখেমুখে তীব্র ক্রোধ। অন্যদিকে, কার্ল আরবানকে দেখা যায় লম্বা কালো কোট পরা অবস্থায় তরবারি হাতে আঘাত প্রতিহত করার প্রস্তুতিতে। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কাকে দেখা যায় রক্ত ও ধুলোয় ভেজা শরীরে, অস্ত্র শক্ত করে ধরে শত্রুর ওপর ঝাঁপাতে উদ্যত।

ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আরও অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল ও কার্ল আরবান। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’।

নতুন এই চরিত্রে প্রিয়াঙ্কার রূপান্তর ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top